মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
Wellcome to National Portal

সম্মানিত পেনশনার ,আপনার লাইফ ভেরিফিকেশন করার জন্য এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে নিকটস্থ হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন অথবা প্লে-স্টোর থেকে Pensioner verification অ্যাপটি ইন্সটল করে লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করুন। 


সাধারণ তথ্য

১। নিরীক্ষধীন অফিসসমূহের কর্মকর্তা/কর্মচারীদের  বেতন/ভাতার বিলপাশ, বেতন, নিধারণ ও ছুটির হিসাব সংরক্ষণ।

২। চেক ড্রইং ক্ষমতা সম্পন্ন দপ্তরের কমকতা ও কমচারীদের বেতন ভাতা পরিশোধ।

৩। নিরীক্ষধীন অফিসসমুহের সরবরাহ ও সেবা মেরামত ও সংরক্ষণ এবং অণ্যান্য খাতের বিল পাশ। 

৪। কর্মকর্তা ও কর্মচারীদের  জিপিএফ অগ্রিম/চুড়ান্ত পরিশোধ, বিভিন্ন ঋণ ও অগ্রিম পেনশন ও আনুতোষিক পরিশোধ।

৫। সোনালী ব্যাংকের প্রাপ্তি ও পরিশোধের ব্যাংক রিকনসিলিয়েশন।

৬। সরকারি কোষাগারে জমাকৃত অর্থের চালান ভেরিফিকেশন।

৭। সংশ্লিষ্ট সিএও অফিসের অথরিটির ভিত্তিতে অনুদান ও প্রকল্পের ছাড়কুত অর্থের দাবী পরিশোধ।

৮। মন্ত্রনালয় ভিত্তিক প্রাপ্তি এবং অণুন্নয়ন বাজেটের বিপরীতে ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং তার ভিত্তিতে মাসিক হিসাব প্রনয়ন ইত্যাদি।

৯। পেনশনারের লাইফ ভেরিফিকেশন।